ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টিতেই নৌকার সঙ্গে স্বতন্ত্রের লড়াই হবে হাড্ডা হাড্ডি

নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টিতেই নৌকার সঙ্গে স্বতন্ত্রের লড়াই হবে হাড্ডা হাড্ডি

নরসিংদী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনেই আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই হবে ৪ আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে রয়েছেন বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যও। ইতো মধ্যে এ সকল আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

৪ জন আওয়ামী লীগ নেতার মধ্যে নরসিংদী-৩ শিবপুর আসনে সাবেক সংসদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অন্য দিকে স্বতন্ত্রের লড়াইয়ে ভোট যুদ্ধে নামা দুজন সদ্য উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তারা হলেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু। প্রতীক ঈগল। এবং নরসিংদী ৫ রায়পুরা আসনে রায়প্রুা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এছাড়া নরসিংদী ২ পলাশ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এখানে তার সাথে ভোট যুদ্ধে লড়াই করার মতো কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী নেই।

নরসিংদী-১ সদর এ আসনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক নরসিংদী পৌরসভার মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল। তিনি একজন শক্ত প্রতিদ্ব›দ্বী বলে মনে করা হচ্ছে। এ আসনে ভোটের মাঠে থাকছেন আরো দুজন। তারা হলেন মোঃ জাকারিয়া, স্বতন্ত্র, প্রতীক ট্রাক। এবং মোঃ ওমর ফারুক ভূইয়া, জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল। এ আসনে নৌকা ও ঈগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

নরসিংদী -২ পলাশ: এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ আসনে ভোটের মাঠে থাকছেন আফরোজা সুলতানা স্বতন্ত্র প্রতীক দোলনা ও মোঃ মাসুম বিল্লাহ স্বতন্ত্র, প্রতীক ঈগল।

নরসিংদী-৩শিবপুর আসন: এ আসনে অনেক নাটকীয়তার পর অবশেষে নৌকা পেলেননা বর্তমান সংসদ সদস্য মোঃ জহিরুল হক ভূইয়া মোহন। তিনি দুই দুই বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মনোনয়ন পাননি সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এবার এ দুজনকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন পেয়েছেন সন্ত্রাসীদের হাতে নিহত সাবেক সংসদ সদস্য রবিউল আউয়াল খান কিরনের ছেলে ফজলে রাব্বি খান। রাজনৈতিক পরিবারে এবার নৌকার মনোনয়ন পেলেও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকার তরুণ মাঝি ফজলে রাব্বি খান। এমনই ধারনা করছেন সাধারণ ভোটাররা। এ আসনে ভোটের মাঠে আর কোনো প্রার্থী নেই।

নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন: এ আসনে এবারও মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মনোহরদী বেলাব উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে শিল্পমন্ত্রীর সফলতা ব্যর্থতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাশাপাশি রয়েছে দলীয় কোন্দল। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত মনোহরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম খান বীরু। সাইফুল ইসলাম খান বীরুর স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকার মাঝি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এখানে মন্ত্রীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর। এছাড়াও এ আসনে ভোটের মাঠে রয়েছেন এমদাদুল হক ভুলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, প্রতীক ঘুড়ি। মোঃ কামাল উদ্দিন জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল।

একই দশা হতে পারে নরসিংদী -৫ রায়পুরা আসনেও। এখানে এবারও মনোনয়ন পেয়েছেন ৫ বারের সংসদ সদস্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু। রায়পুরার উন্নয়নে রাজিউদ্দিন আহমেদ রাজুর অবদান অনস্বীকার্য হলেও দলীয় কোন্দল, চরাঞ্চলের সংঘাতসহ নানা কারণে তিনি কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন যুদ্ধে নেমেছেন রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী। এখানে নৌকার সাথে ঈগলের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ আসনে ভোটের মাঠে থাকছেন মোঃ সোলেমান খন্দকার, স্বতন্ত্র, প্রতীক কাচি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন