ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, সাংবাদিকসহ আহত ৫

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, সাংবাদিকসহ আহত ৫

নরসিংদী প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে ককটেল বিস্ফোরণসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে।

জানা যায়, বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের প্রতিপক্ষ কোটা আন্দোলনকারী ছাত্র-জনতা মিছিলসহ জেলখানা মোড়ের মহাসড়কে উঠতে চাইলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে।

এসময় ককটেল বিস্ফোরণসহ উভয় পক্ষের মধ্যেই বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলা মারধরের ঘটনাও ঘটে। এতে সাংবাদিকসহ ৫জন আহত হয়েছেন।

আহতরা হলো- ডেইলিস্টারের সাংবাদিক জাহিদুল ইসলাম, তিতুমির কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদ, শিক্ষার্থী তাহসিন হাসান হিমু, আনোয়ার হোসেন, আলফাত মামুদ, সুজন।

আহতদের ছাত্র-জনতা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। সমস্ত বাধা অতিক্রম করে এবং মারধোর প্রতিরোধ করে শেষ পর্যন্ত ছাত্র-জনতা মহাসড়কে উঠতে সক্ষম হয়।

এসময় ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। কোটা আন্দোলনকারীরা মহাসড়কে আগুন জালিয়ে আন্দোলন অব্যাহত রাখে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন