ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত

নরসিংদী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসে কাটা পড়ে মা এবং তার এক মেয়ে নিহত হয়েছে। অপর মেয়েকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলো মা সাবিনা আক্তার (৩০) ও তার মেয়ে মাইমুনা (২)। অপর মেয়ে সিনহা (৫) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৬টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি দ্রæত গতিতে নরসিংদী রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় সাবিনার মেয়ে সিনহা মায়ের আগেই দৌড়ে রেলের উপর উঠে যায়। ছোট মেয়ে মাইমুনাকে সাথে নিয়ে তাকে রক্ষা করতে গেলে তারা সকলেই ট্রেনে কাটা পড়ে।

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো: শহিদুল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসে নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় তার শিশু সন্তান ট্রেনের দিকে ছুঁটে গেলে তাকে বাঁচাতে গিয়ে মা ও দুইশিশু সন্তান এই দুর্ঘটনা শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এর আগে গত ৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের রায়পুরা উপজেলার খাকচক এলাকায় ট্রেনে কাটাপড়ে ৬ জন নিহত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন