
নরসিংদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। তবে সে অনুযায়ী আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশকে যাতে আমরা উন্নতির জাতি হিসেবে গড়ে তুলতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে।
তিনি শনিবার (২৬ জুলাই) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন: সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সমাজের মানবিক দর্শন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃর্ক আয়োজিত উক্ত আলোচনা সভায় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সহ—সভাপতি মো: তোফাজ্জল হোসেন মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন।
এছাড়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস ও নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার প্রমুখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন