ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
নবাবগঞ্জে ফলদ গাছ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নবাবগঞ্জে ফলদ গাছ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জ থেকে জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার বান্দুরা ইউনিয়রন ফলদ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির সার্বিক সহায়তায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় বক্তাগন বলেন, গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। গাছ মানুষকে খাদ্য দেয়, পুষ্টি দেয়, চিকিৎসার উপকরণের কাঁচামাল সরবরাহ করে। এ ছাড়াও গাছ আমাদের জীবনধারণে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে।

বৈশ্বিক জলবায়ুর প্রভাবে উচ্চ তাপমাত্রা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে গাছ আমাদের রক্ষা করে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আসুন আমরা সবাই গাছ লাগাই, নিজে বাঁচি এবং দেশকে বাঁচাই। তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে তিন মাস গাছ লাগাতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগ আহবায়ক মো. সাদের হোসেন বুলু, যুগ্ম আহবায়ক শেখ মেহেদী হাসান স্বপন, মো. নজরুল ইসলাম , কৃষক লীগ নেতা আব্দুল আলিম ও মোক্তার বেপারী, রুমা আক্তার, মিনু আক্তার, লিপি আক্তার প্রমূখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন