
নদীভাঙন রোধে ক্রসড্যাম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে দ্রুত ক্রসড্যাম নির্মাণ, বামনী খালের উপর নির্মিত স্লুইসগেট খুলে দেয়া এবং নদীতে ব্লগ স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরের দিকে উপজেলার চরএলাহী বাজারের কাছে নদীভাঙন কবলিত এলাকায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে নদীভাঙন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার সড়ক পায়ে হেঁটে চরএলাহী ঘাট সংলগ্ন বামনী নদীর ভাঙনকবলিত এলাকায় গিয়ে পদযাত্রা শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। পরে জামায়াত নেতাকর্মীরা পুনরায় পদযাত্রা নিয়ে চরএলাহী ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চরএলাহী চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙনের কবলে পড়ে সর্বস্বান্ত। এরইমধ্যে বামনী নদীর ভাঙনে চরএলাহী ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলে জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরইমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যাবধি সরকারের পক্ষ থেকে নদীভাঙন রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
জামায়াত নেতা বেলায়েত হোসেন, নদীভাঙন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত স্লুইসগেট খুলে দেয়া এবং নদী ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য সরকারের নিকট দাবি জানান। উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান ও চরএলাহী ইউপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহিউদ্দিন, জামায়াতের নেতা জিয়াউল হক জিয়া, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী প্রমুখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন