ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
দোহারে হারুন মাস্টার হত্যার প্রতিবাদ সমাবেশ

দোহারে হারুন মাস্টার হত্যার প্রতিবাদ সমাবেশ

 
 
দোহার ও নবাবগঞ্জ (ঢাকা)প্রতিনিধি
 
দোহার উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপির নেতা হারুন-অর-রশীদ মাস্টার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
গত ১৫ আগস্ট শুক্রবার বাদ আসর নয়াবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে বালেঙ্গা বাজার এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তারা অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে, হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি উঠে আসে।
 
সমাবেশে সভাপতিত্ব করেন নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই হারেজ মাদবর।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, লাভলু মোল্লা, জামাল বেপারী, আব্দুর রাজ্জাক, ডা. ইলামদ্দিন, ইয়ার আলী মেম্বার, শফি উদ্দিন, সোনাই মেম্বার, আবু বক্কর সিদ্দিক বাবু, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, জাহাঙ্গীর চোকদার, সেলিম রেজা, মনির মোল্লা, ওয়াসিম মোল্লা, মজনু মিয়া, শাকিব হোসেন ফরিদ, ফিরোজ আলম, সবুজ মোল্লা, লিটন হোসেন কালু, সোহেল রানা, সেন্টুসহ অনেকে।
 
বক্তারা জানান, হারুন-অর-রশীদ মাস্টার ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক। তাঁর হত্যার মাধ্যমে একটি শিক্ষিত সমাজকে দুর্বল করার চেষ্টা চলছে।
 
তারা হত্যার বিচার না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, হত্যার ঘটনায় এ পর্যন্ত ৫ জন এজাহারনামীয় আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে ২ আসামী জবানবন্দি প্রদান করা হয়েছে। বাকি অপরাধীদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন