ডার্ক মোড
Saturday, 15 March 2025
ePaper   
Logo
দোহারে রাতে অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক-১

দোহারে রাতে অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক-১

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩ ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।

এ সময়ে ড্রেজার থেকে একজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ। আটককৃত হলেন- পটুয়াখালী জেলার ইব্রাহিম হাওলাদার(৪০)। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার মেঘুলা মন্দির সংলগ্ন ঘাট এলাকা থেকে পদ্মানদী থেকে বালু উত্তোলন কাজে ব্যবহার তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পদ্মানদীতে বালু উত্তোলনের জন্য ড্রেজার তিনটিতে জ্বালানি তেল নেওয়ার সময় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে অভিযানের খবর ছড়িয়ে পড়লে ড্রেজার ফেলে পালিয়ে যায় চক্রটি।

এ সময়ে পলায়নকালে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ব্যক্তিকে ত্রিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, নদীতে বালু উত্তোলন বন্ধে এধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন