ডার্ক মোড
Thursday, 31 July 2025
ePaper   
Logo
দোহারে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩ জন আটক

দোহারে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩ জন আটক

মাহবুবুর রহমান টিপু ,দোহার(ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো—উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ মিয়া (৪৫) এবং তার সহযোগী দুই সহোদর ইলিয়াস(৩৮) ও সজীব(৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার

সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে দোহার থানা পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়ার কুটি মুন্সীর সিনেমা হল সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দোহার থানার ওসি (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম জানান, শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও দোহার থানায় ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।

আগামীকাল আটককৃতদের নামে পৃথক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন