
দোহারে নাশকতার পরিকল্পনার দায়ে জামায়েত ইসলামীর ৬ নেতাকর্মী আটক
দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় নাশকতার পরিকল্পনার দায়ে বাংলাদেশ জামায়েত ইসলামীর ৬ নেতাকর্মিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।এ সময়ে তাদের দখল থেকে ১টি কম্পিউটর পিসি, ১টি মনিটর,২টি ল্যাপটপ, ১ টি ২০ ইঞ্চি লম্বা লোহার রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৮টি তাজা ককটেল, ৩ লিটার পেট্রোল, ৭টি লম্বা লোহার রড়, ৮টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, বিভিন্ন লেখকের উগ্রবাদী ৪৩টি বই জব্দ করা হয়।
শুক্রবার সন্ধ্যার পর দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন।
আটককৃতরা হলেন- দোহার থানা জামায়েত ইসলামীর সাধারন-সম্পাদক ও সুরা সদস্য এ,কে,এম নুরুল আলম @ জিলু মাষ্টার(৫৪),জামায়েত ইসলামীর রুকন মো.আশরাফ হোসেন(২৩), জামায়েত ইসলামীর সদস্য মো.সাইফুল ইসলাম(৪২),জামায়েত ইসলামী সদস্য মো.ওয়াসিম (১৯), সাবেক ঢাকা জেলা ইসলামী ছাত্র শিবিরের সম্পাদক মো.সালমান হোসাইন (২২) ও দোহার থানা জামায়েত ইসলামীর রুকন মাহমুদুল হাসান আলমগীর(৪৫)।
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম তার লিখিত প্রেস রিলিজের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে নিষিদ্ধ সংগঠন জামায়েত ইসলামী ও সুরা সদস্যের ৬ নেতাকর্মিকে উপজেলার লটাখোলা তালীমুল কুরআন মডেল মাদ্রাসার সভা কক্ষে সন্ত্রাস-সহিংসতার এক মিটিং চলাকালে পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়।এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেলে আরও ৩০/৪০ জনের দল পালিয়ে যায়।পরে সভাকক্ষ থেকে দোহার থানা জামায়াত ইসলামীর ৬ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ জানান, আটককৃতদের নামে ২০০৯/সংশোধনী ২০১৩ এর ১০/১১/১২/১৩ তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫-ঘ ধারারমামলা রুজু করা হয়।মামলা নং-০১,তাং- ০২/০৮/২০২৪ ইং।
অভিযান পরিচালনা করেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেলের আশরাফুল আলম,দোহার থানা অফিসার্স ইনচার্জ হারুন অর রশিদ,ওসি তদন্ত আজহারুল ইসলাম,এস আই মাসুদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
উল্লেখ্য দোহার থানা পুলিশ সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্যের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা রুজু করিয়াছে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ২৬ জনকে প্রেফতার করে আদালতে সোপর্দ করেছে এবং তিনটি এজাহারভুক্ত মামলায় আসামী হিসেবে অজ্ঞাতনামাসহ আরও দেড় শতাধিক পলাতক আসামীদের খুজঁছে পুলিশ।
দোহার,ঢাকা।