দৈনিক ভোরের কাগজ বন্ধ হওয়ায় ডিইউজের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
কোন পূর্বঘোষণা ছাড়াই বহুল প্রচারিত দৈনিক ভোরের কাগজ হঠাৎ বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫) এক বিবৃতিতে ডিইউজে'র সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেন, প্রায় ৩৪ বছর ধরে প্রকাশিত দৈনিক পত্রিকাটি হঠাৎ বন্ধের নোটিশ দেওয়ায় সেখানে কর্মরত সাংবাদিক-কর্মচারিদের মধ্যে হতাশা নেমে এসেছে।
নোটিশটি কার্যকর হলে অনেক সাংবাদিক বেকার হয়ে যাবেন এবং মানবেতর জীবন যাপন করতে হবে। একদিকে বাসাভাড়া, অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাংবাদিকদের জীবন এমনিতেই কষ্টকর ও সংগ্রামী।
এ ধরনের সিদ্ধান্ত কোন রকমেই কাম্য হতে পারে না। তাই ঐতিহ্যবাহী পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।