ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
দেশে ফিরেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতাদের শুভেচ্ছা

দেশে ফিরেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতাদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার আবু বকর মোল্লা দেশে ফিরেছেন। রোববার (৬ অক্টোবর) সকালে বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।

বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময় শেষে ব্যারিস্টার আবু বকর মোল্লা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ মহানগরের অন্য নেতারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন