ডার্ক মোড
Wednesday, 01 January 2025
ePaper   
Logo
দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে: জয়নুল আবদিন ফারুক

দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে: জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতের ন্যায় দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। অতি দ্রুত সরকারকে এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে করতে হবে।

২৯ ডিসেম্বর ২০২৪ইং রোববার সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম-জিসফ’র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, গরীব, ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যাতে পরবর্তীতে কেউ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্রকে হত্যা করতে না পারে। তিনি বাংলাদেশকে দুর্নীতির আখরা বানিয়েছিলেন। তার প্রেতাত্মারাই সচিবালয়ে আগুন দিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন আয়োজন করতে বেশিদিন সময় লাগার কথা নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এ সময় ঐক্য বিনষ্ট হয় এমন কিছু উপদেষ্টাদের বলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহীম, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মাশফিকুল হক জয়, সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান মেহেদী, জিসফ’র সহ-সভাপতি শামসুজ্জোহা, এনামুল করিম মিন্টু, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শিশু বিষয়ক সম্পাদক মোঃ খোকন, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মনির হোসেন, মোঃ মামুন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভূঁইয়া, সদস্য মোঃ রুবেল হোসেন, নেত্রকোণা জেলার সভাপতি ফরিদুল রাসেল, কাফরুল থানার আহ্বায়ক মোজাফফর হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হাওলাদার প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন