ডার্ক মোড
Friday, 26 April 2024
ePaper   
Logo
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সেচ্ছাসেবকলীগের মানববন্ধন

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সেচ্ছাসেবকলীগের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিবেদক

২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার দোষীদের শাস্তি ও যারা এখনও গ্রেফতার হয়নি তাদের ধরে আইনের আনার দাবিতে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জঙ্গিবাদ উৎখাতের দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোক্তার শাহ ও মাসুদুর রহমান, সদর থানা সভাপতি হাসেম অাহম্মেদ রুপম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মো. আলাউদ্দিন, কমলনগর উপজেলা সভাপতি মো. সোহেল, রায়পুর উপজেলার যুগ্ম আহ্বায়ক জামাল পাটোয়ারী, দিদার হোসেন মোল্লা, পৌর আহ্বায়ক ইসমাইল হোসেন শিপন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল ও বাহার প্রমুখ।

বক্তরা জানান, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিবাদী গোষ্ঠী ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী ন্যাক্কারজনক বোমা হামলা চালিয়েছে। জঙ্গিবাদ নির্মূলে জড়িত বিএনপি জামায়াতের নেতাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন