ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
দেবীগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ভ্যান চালক নিহত

দেবীগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ভ্যান চালক নিহত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে আব্দুল জব্বার (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন বোদা দেবীগঞ্জ মহাসড়কে (এশিয়ান হাইওয়ে) এই দূর্ঘটনা সংঘটিত হয়।

নিহত আব্দুল জব্বার দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর ধানমারা গ্রামের মোবারক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার তার ভ্যানগাড়ী নিয়ে মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দাড়িয়ে ছিলেন। এমন সময় পূর্ব দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সামনের অংশের সাথে পশ্চিম দিক থেকে আসা কেয়া কসমেটিক্স কোম্পানির একটি কাভার্ড ভ্যানের বডির পেছনের অংশে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ভ্যানসহ চালককে ধাক্কা মেরে পাশ্ববর্তী বাদাম ক্ষেতে উল্টে যায়। মুমূর্ষু অবস্থায় আহত ভ্যান চালককে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘাতক ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে গেছে এবং কাভার্ড ভ্যানটিকে চালকসহ আটক করা হয়েছে।

এ ঘটনায় সন্ধ্যায় নিহতের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। আটক কাভার্ড ভ্যানের চালককে আদালতে সোর্পদ করা হবে। ঘাতক ট্রাকটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন