ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
দুদকের মামলা থেকে ব্যবসায়ী আনিস আহমেদ অব্যাহতি

দুদকের মামলা থেকে ব্যবসায়ী আনিস আহমেদ অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানি লন্ডারিং মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ করা মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করে দুদক। গতকাল এ বিষয়ে আদালতে শুনানি হয়। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ দুদকের করা মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

আদালতের আদেশে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর আনিস আহমেদের বিরুদ্ধে করা মামলার নথিপত্র পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে দুদক। দুদকের পক্ষে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর আদালতে শুনানি করেন। দুদক এ মামলা থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করে। দুদকের আবেদন মঞ্জুর করার পর আসামি আনিস আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

এর আগে দুদকের একাধিক সূত্র থেকে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ হাসিনা সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী মহলের ইচ্ছায় দুদক অনেক ব্যবসায়ীকে হয়রানি করেছে। কারও কারও বিরুদ্ধে মামলা দিয়েছে। এর মধ্যে এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের (গোর্কি) বিরুদ্ধে দুদকের মামলার নেপথ্যে সালমান এফ রহমান ছিলেন বলে খবর বের হয়েছিল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন