ডার্ক মোড
Sunday, 08 September 2024
ePaper   
Logo
দিনাজপুরে তীব্র শীতে খোলা আকাশের নিচে পাঠদান

দিনাজপুরে তীব্র শীতে খোলা আকাশের নিচে পাঠদান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের শেখপুরা নিমনগর বালুবাড়ী এলাকায় অবস্থিত হযরত ফাতেমা (রা:) প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রচন্ড শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচেই করছে পাঠদান।

জানা যায়, গত ২৮ বছর ধরে বালুবাড়ী বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) কর্তৃক পরিচালিত হযরত মা ফাতেমা (রা:) প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিনামূল্যে বেবী ক্লাস হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত কোমলমতি শিশু শিক্ষার্থীরা ফ্রি পোশাক, বই-খাতা, শিক্ষা উপকরণ এবং প্রতিবছর সরকারীভাবে উপজেলা হতে নতুন বই পেয়ে পড়াশুনা করে আসছে।

এমবিএসকে কর্তৃপক্ষ জানায়, ১৯৯৬ সালে ৩৩ শতক জমি দান করেন বিশিষ্ট দানবীর মরহুম গোলাম মোস্তফা। তার দুই পুত্র গয়শে শাহারিয়ার ও সারওয়ার হোসেন উক্ত জমির ওয়ারিশ হিসেবে মামলা দায়ের করেন। গত শুক্রবার (১৯ জানুয়ারী) স্কুল কর্তৃপক্ষকে কোনো প্রকার নোটিশ না দিয়ে মহামান্য কোর্টের রায় নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় হযরত মা ফাতেমা (রা:) প্রাথমিক বিদ্যালয়টিতে লাল পতাকা লাগিয়ে তারা দখল করে নেয় এবং বিদ্যালয়টি ভেঙ্গে ফেলে।

রোববার (২১ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উক্ত বিদ্যালয় চত্বরে কোমলমতি শিক্ষার্থীরা প্রচন্ড শীত উপেক্ষা করে খোলা আকাশে নিচেই করছে পাঠদান।

শিশু শিক্ষার্থীদের অভিভাবক কমলা খাতুন, রুপা বেগম, সাইমা আক্তার, রুপালী, সাথী আক্তার, শাপলা বেগম জানান, আমরা গরিব হতদরিদ্র। বিনামূল্যে আমাদের সন্তানদের পড়াশুনার সুযোগ থাকায় লেখাপড়া করাতে পারছি। বিদ্যালয় ভবনটি ভেঙ্গে দেওয়ায় তাদের পড়াশুনা অনিশ্চিত প্রায়। বর্তমানে আমাদের সন্তানরা এই তীব্র শীতের মধ্যে খোলা আকাশে নিচে পাঠদান করছে। এখানে স্কুল না থাকলে আমাদের সন্তানরা আর পড়াশুনা করতে পারবেনা।

প্রধান শিক্ষক সিরাজাম মনিরা ও শিক্ষিকা শার্মি আক্তার জানায়, আমরা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। বিদ্যালয় ভবন না থাকায় খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছি। এখানকার প্রায় সকল শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের। বিনামূল্যে পড়াশুনা করানো হয় বলেই তারা এখানে আসেন। স্কুলটি বন্ধ হয়ে গেলে শিশু গুলোর ভবিষ্যত অন্ধকার।

স্থানীয় এলাকাবাসী আইনগত ভাবে বিষয়টি সমাধান করে সন্তানদের পড়াশুনার কার্যক্রম পরিচালিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে তাদের সন্তানদের ভবিষ্যত উজ্জ্বল করতে পড়াশুনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন