ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র তার দফতরে পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বর্তমানে পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দফতরে রয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদদাতাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখনো মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়নি। ই-মেইলে তিনি (ডা. মুরাদ হাসান) এ পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে, পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অথবা সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন