ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
ঢাবি উপাচার্যের সাথে চীনের এনজেআইটিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সাথে চীনের এনজেআইটিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি

চীনের নানজিং ভোকেশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট টেকনোলজি (এনজেআইটিটি)-এর ডেপুটি পার্টি সেক্রেটারি মি. ওয়েন এইমিং-এর নেতৃত্বে ৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল শনিবার (২৫ নভেম্বর ২০২৩) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনজেআইটিটি-এর রোড, ব্রিজ এন্ড হারবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক জিয়াং লিং এবং সহযোগী ডিন অধ্যাপক ঝাও ইয়ানজিং, আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ঝাং ওয়েনবিন, ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং এন্ড রিসার্স সেন্টারের পরিচালক মি. ঝি ঝিয়াওঝুন এবং ডেভেলপমেন্ট প্লানিং অফিসের ডেপুটি ডিরেক্টর মি. ঝাং দাওয়েই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এনজেআইটিটি-এর মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য এনজেআইটিটি প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন