ঢাবি উপাচার্যের সঙ্গে বিদেশী শিক্ষক-শিক্ষার্থীদের প্রীতি সম্মিলনী
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভিজিটিং অধ্যাপকবৃন্দ এবং অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের এক প্রীতি সম্মিলনী বৃহস্পতিবার উপাচার্যের বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, স্প্যানিশ অধ্যাপক মারিয়া আম্পারো পোর্টা রিভাস, চাইনিজ শিক্ষার্থী স্টিফেন এবং জাপানি শিক্ষার্থী হাসে গাওয়া জু অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করেন।
এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তুজা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিদেশী শিক্ষক-শিক্ষার্থীদের উপাচার্য ভবন প্রাঙ্গনে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানান।
তিনি তাদেরকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, অর্জনসহ বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমÐলে তুলে ধরতে তাদের প্রতি আহবান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক বিদেশী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য আরো বলেন, সংস্কৃতির কোনো বর্ডার নেই। বিদেশী শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষকতায় নিযুক্ত বিদেশী ভিজিটিং অধ্যাপকবৃন্দ এবং অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।