
ঢাবি অমর একুশে হলে শরীরচর্চা কেন্দ্র 'দেহঘড়ি'র উদ্বোধন
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলে শরীরচর্চা কেন্দ্র 'দেহঘড়ি', স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ও একুশে ডিবেটিং ক্লাবের অফিস রুম এবং ভাষা মুক্তমঞ্চ শীর্ষক একটি উন্মুক্ত মঞ্চ উদ্বোধন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনা উদ্বোধন করেন।
অমর একুশে হলের নিজস্ব অর্থায়নে এসকল স্থাপনা তৈরি করা হয়েছে। শরীরচর্চা কেন্দ্র 'দেহঘড়ি'র জন্য একটি মাল্টিজিম, পাওয়ার র্যাঙ্কিংসহ স্মিথ মেশিন, পাওয়ার টাওয়ার, মাল্টি ওয়েট বেঞ্চ, অ্যাডজাস্টেবল বেঞ্চ, বারবেলসহ অলিম্পিক ওয়েট প্লেট এবং র্যাঙ্কিংসহ বেশকিছু ডাম্বেল সংগ্রহ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান 'দেহঘড়ি' শরীরচর্চা কেন্দ্রের সরঞ্জামাদি দেখে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। এর মাধ্যমে অমর একুশে হলের শিক্ষার্থীদের শরীরচর্চার সুযোগ অনেক বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।