ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

বাউয়েট প্রতিনিধি

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের প্রধান কাজ পড়ালেখা করা, পড়ালেখার বাইরে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।’ খেলার শুরুতে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলা ইইই বিভাগ এবং ইংরেজি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।

ইইই বিভাগ ৪-০ পয়েন্টের ব্যবধানে ইংরেজি বিভাগকে পরাজিত করে জয়ী হয়। উক্ত খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে ইইই বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন