ডার্ক মোড
Thursday, 14 November 2024
ePaper   
Logo
ঢাবিতে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ঢাবিতে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা (১০ নভেম্বর ২০২৪) রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^ ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন।

প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নবীনরা মেধার ভিত্তিতে এই বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণ এবং শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ চর্চার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন