ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
ঢাবিতে নবায়নযোগ্য শক্তি বিষয়ক সম্মেলন সমাপ্ত

ঢাবিতে নবায়নযোগ্য শক্তি বিষয়ক সম্মেলন সমাপ্ত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ‘Investing in Resilience: How Renewable Energy can Strengthen Climate Adaptation and Mitigation’ শীর্ষক দু’দিনব্যাপী ২৪তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপো আজ ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সমাপ্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পার্লামেন্টারী স্ট্যান্ডিং কমিটির সদস্য মেজর জেনারেল (অব.) সালহ্ উদ্দিন মিয়াজী, এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমাপনী অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং, গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুল মজিদ, ইউরোপিয়ান ইউনিয়নের পরিবেশ ও শক্তি বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউএনডিপি’র প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ এম. ফয়সাল ও ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপাল সি বড়–য়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সমাপনী অনুষ্ঠানের আগে সম্মেলনে `Understanding Available Climate Finance & Funding Instruments for Industrial and Renewable Energy Sector of Bangladesh’ শীর্ষক প্রথম সেশন একই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিন্ডে, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস হোয়াইটলি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার দেশের প্রতিটি সেক্টরে নবায়নযোগ্য শক্তির প্রসার ও ব্যবহার আরও জোরদার করার জন্য নীতিনির্ধারক ও সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, সকল সেক্টরে নবায়নযোগ্য শক্তিকে এগিয়ে নিতে পর্যাপ্ত দক্ষ জনশক্তি প্রয়োজন। গ্রিন এনার্জি উৎপাদনে কাক্সিক্ষত সফলতা অর্জনের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও নীড বেইজড এডুকেশন আরও বৃদ্ধি করতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন