ঢাবিতে জয়নুল উৎসব শুরু
ঢাবি প্রতিনিধি
বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৩-দিনব্যাপী জয়নুল উৎসব শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ইমেরিটাস অধ্যাপক মু. আবুল হাশেম খান, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শিল্পাচার্য-পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর সিইও মো. মোহসিন হাবিব চৌধুরী, বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা এবং অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরতে এই উৎসবের আয়োজন একটি চমৎকার উদ্যোগ। এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের হস্তশিল্প ও লোকশিল্পের ঐতিহ্য সকলের মাঝে ছড়িয়ে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিবছর চারুকলা অনুষদ এই উৎসবের আয়োজন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী এবং অনুষদের শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে লোকশিল্প মেলা, অনুষদের শিক্ষকবৃন্দের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী, স্মারক বক্তৃতা, ‘জয়নুল সম্মাননা’ পদক প্রদান, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এবারের উৎসব সাজানো হয়েছে।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল ২৮ ডিসেম্বর ২০২৪ বিকেল সাড়ে ৩টায় স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ উৎসবের সমাপনী দিনে সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে ১০টায় অধ্যাপক শিল্পী মিজানুর রহিম এবং অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমকে ‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। এতে অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, নৃত্য ও ফ্যাশন শো পরিবেশন করবেন।