ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

 

অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের অংশে গাড়ি টানতে না পারায় সেতুতে টোল আদায় মাঝে মাঝে বন্ধ করে দেয়া হয়। এই কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে ঢাকাগামী লেনে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

আজ রবিবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের কারনে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হবে। এছাড়া টাঙ্গাইল সদর বাইপাস এলাকা থেকে গাজিপুরের চন্দ্রা পর্যন্ত গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন