ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
ঢাকায় কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি

ঢাকায় কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় এসেছেন কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল জে থো‌পিল। শ‌নিবার (১৮ মে) রা‌তে তার ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানানো হয়, চার দিনের সফরে শ‌নিবার ঢাকায় এসেছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল জে থো‌পিল। ঢাকা বিমানবন্দরে পলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

এ সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত কানাডার হাইক‌মিশনার লি‌লি নিকোলসও উপস্থিত ছিলেন।

ঢাকায় কানাডার হাইক‌মিশন শ‌নিবার এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে জানায়, কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি ঢাকা সফরের সময় সরকা‌রি কর্মকর্তা এবং অংশীজনে‌দের সঙ্গে সাক্ষাৎ ক‌রে ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে এই অঞ্চলের প্রতি কানাডার প্রতিশ্রুতি, দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার উপায় চিহ্নিত করবেন। এছাড়া দ্বিমুখী বি‌নি‌য়ো‌গে উৎসাহিত করার জন্য কীভাবে একস‌ঙ্গে কাজ করা যায়, তা নি‌য়ে আলোচনা কর‌বেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন