ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
ডিএনসিসিতে নতুন সিইও, বার্ডে ডিজি

ডিএনসিসিতে নতুন সিইও, বার্ডে ডিজি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর খায়রুল আলম।

অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন