ডার্ক মোড
Friday, 17 May 2024
ePaper   
Logo
টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় স্বাস্থ্যমন্ত্রী

টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, যেসব দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নেই, সেসব দেশ বিধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে। শুধু টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে।

তিনি বলেন, সবাই চেষ্টা করলে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ সহজ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য বিভাগসহ সব বিভাগ করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। যে কারণে দেশে ওষুধের অভাব হয়নি, খাদ্যের অভাব হয়নি। কৃষিখাত ও শিল্প-কারখানা সচল রয়েছে। আমাদের অর্থনীতি অনেক দেশের চেয়ে ভালো। করোনার কারণে বাংলাদেশসহ তিনটি দেশ ছাড়া সব দেশ অর্থনীতিতে মাইনাসে আছে। আমাদের জিডিপির গড় এখনও ৬ পারসেন্ট আছে।


শনিবার (০৫ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৫০টি স্টলে উন্নতজাতের গরু-ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, ঘোড়া ও হরিণ দেখেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর মা মরহুমা ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি।

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, হাসপাতালের পরিচালক গৌতম রায়, প্রকল্প পরিচালক খাঁন মোহাম্মদ আরিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন