ঝিনাইগাতীতে ২০দিনেও নিয়মবহির্ভুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি
শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে নিয়মবহির্ভ‚তভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ ২০ দিনেও বিচ্ছিন্ন করা হয়নি। উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ উপেক্ষা করে বহাল তবিয়তে রয়েছে ওই বিদ্যুৎ সংযোগ।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমহুরি গ্রামে। জানা গেছে ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহান আলী ২০২০ সালের ২ জানুয়ারী ২.১১ নং ক্রমিকে ৩ ইঞ্চি ডেলিভারি ব্যাসের ৭.৫ অশ্ব শক্তির অগভীর নলক‚প স্থাপনও বিদ্যুৎ সংযোগের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা সেচ কমিটি অনুমতি প্রদান করা হয়।
অপর দিকে ২০২১ সালের ৭ জানুয়ারী ৩৫ নং ক্রমিকে একই গ্রামের মৃত মছলে উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিন ৩ ইঞ্চি ডেলিভারী ব্যাসের ৭.৫ অশ্ব শক্তির অগভীর নলক‚প স্থাপন ও বিদ্যুৎ সংযোগের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা সেচ কমিটি অনুমোদন দেন। অভিযোগ রয়েছে, জাহান আলী উপজেলা সেচ কমিটির ছাড়পত্রে লাইসেন্সের শর্তাবলী ভঙ্গ করে নলক‚প স্থাপনের আবেদন করেন।
যা সেচ নীতিমালার ৩ নং অনুচ্ছেদের অনুমোদিত ও স্থাপিত নলক‚প হতে ৪০০ ফুটের কম দ‚রত্বে অবস্থিত। জাহান আলী তথ্য গোপন করে অগভীর নলক‚প স্থাপন ও বিদ্যুৎ সংযোগ গ্রহন করেন। বিষয়টি সেচ নীতিমালার সম্প‚র্ণ বহির্ভ‚ত। বিষয়টির প্রতিকার চেয়ে সুমলেম উদ্দিন উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে সেচ কমিটির পক্ষ থেকে ওই বিষয়ে সরেজমিনে তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এমতাবস্থায় উপজেলা সেচ কমিটির অনুমোদন ভঙ্গকারী ও সেচ নীতিমালা বহির্ভ‚তভাবে স্থাপিত নলক‚পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ এ নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গত ৪ আগষ্ট শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেলারেল ম্যানেজারকে এক পত্রের মাধ্যমে এ নির্দেশ দেন। কিন্তু গত ২০ দিনেও উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। শেরপুরের পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেন উক্ত সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে । জরুরি ভিত্তিতে তা বিচ্ছিন্ন করা হবে।