ডার্ক মোড
Friday, 10 May 2024
ePaper   
Logo
জয়পুরহাটে ৬১তম আখ মাড়াইয়ের উদ্বোধন

জয়পুরহাটে ৬১তম আখ মাড়াইয়ের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

৭৩৯ কোটি টাকা পুঞ্জিভূত লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট চিনিকলের ৬১তম আখ মাড়াই কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ডোঙ্গায় আখ নিক্ষেপ করে আনুষ্ঠানিকভাবে এ মাড়াই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।

এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএসএফআইসি'র সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙগীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দীন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে রোপা পদ্ধতিতে (এসটিপি) আখ রোপণের জন্য ২ হাজার ৯ শ ৩০ জন আখ চাষির মধ্যে ৪৪ লাখ ৭৮ হাজার টাকা ভূর্তকি প্রদান করা হয়েছে। এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ হাজার ১৭০ মেট্রিক টন হলেও রয়েছে আখের সঙ্কট ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, এবার মিল গেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৫৫০ টাকা দর নির্ধারণ করা হয়েছে। আর আখচাষিদের আখের মূল্য পরিশোধ করা হবে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন