ডার্ক মোড
Saturday, 10 May 2025
ePaper   
Logo
জয়পুরহাটে স্যান্ডেলের ভিতর হেরোইনসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার

জয়পুরহাটে স্যান্ডেলের ভিতর হেরোইনসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার

 

জয়পুরহাট প্রতিনিধি

স্যান্ডেলের ভিতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে জয়পুরহাট রেলষ্টেশন এলাকা থেকে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত ওই নারী মাদক কারবারী রাজশাহী গোদাগাড়ী থানার সহরাগাছী এলাকার রিপন এর স্ত্রী মোছাঃ মোতাহারা বেগম (৪৩) রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

রবিবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি সঞ্জয় কুমার এর নেতৃত্বে ১৬০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মোতাহারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের খ বগিতে বিশেষ কায়দায় লুকিয়ে অবৈধ মাদক দ্রব্য হেরোইন পচার করবে এমন সংবাদের ভিত্তিতে তল্লাশীর সময় মোতাহারা বেগম ট্রেন থেকে নেমে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করে নিবির জিজ্ঞাসা বাদের পর স্বীকারোক্তি মোতাবেক তার পরিহিত পায়ের স্যান্ডেলের তলার ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থান ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন