ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
জয়পুরহাটে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার এর মতবিনিময়

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার এর মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দ্রন।

সোমবার (১২ আগষ্ট) সন্ধায় জয়পুরহাট প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় সভায় বিএনপি নেতা বলেন, বতমান পরিস্থিতিতে সকল সাংবাদিক ভাইদের উচিৎ হবে সত্য সংবাদ প্রচার করে জাতীর সামনে তুলে ধরা। আমাদের কর্মী পরিচয় দিয়ে কিংবা আমাদের কোন দলীয় নেতাকর্মী যদি কারো কোন ক্ষতি করার চেষ্টা করে আমরা সাথে সাথেই দলীয় ব্যবস্থাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। দেশের এই পরিস্থিতিতে অন্যান্য ধর্মালম্বী মানুষের পাশে থাকতে হবে যাতে কোন চক্রান্তকারীরা তাদের ক্ষতি না করতে পারে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামস মতিন, জেলা কৃষক দলের সভাপতি মুনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৈয়বুর রেজা, মৎস্য জীবি দলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম মানিক, শহর বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী পারভীন বানু।

এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের নব নিবাচিত সভাপতি বাংলা ভিশনের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি দিগন্ত টেলিভিশন ও বণিক বাতার প্রতিনিধি মাশরেকুল আলম সাধারণ সম্পাদক দিপ্ত টিভির প্রতিনিধি মাসুদ রানাসহ জেলার ৭০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন