ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
জয়পুরহাটে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত

জয়পুরহাটে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত

 

জয়পুরহাট প্রতিনিধি

সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জয়পুরহাটের হিচমী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সময় ৬ টি হাইড্রলিক হর্ণও ধ্বংস করা হয়।

মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট (সংস্থাপন জেনারেল সার্টিফিকেট) মোঃ হাবেল উদ্দিন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) আজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, নমুনা সংগ্রহকারী এ কে এম জিয়াউল হক ও পুলিশ সদস্যরা।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাইড্রোলিক হর্ণ ব্যাবহারকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সেই সাথে দেড় হাজার টাকা জরিমানার পাশাপাশি ধ্বংস করা হয় ৬টি হাইড্রোলিক হর্ণ। এসময় শব্দ দূষণ বিরোধী লিফলেটও বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন