ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

জয়পুরহাট প্রতিনিধি

২৮ নভেম্বর ২৩ইং জয়পুরহাটে অবৈধভাবে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর থেকে এ অভিযান শুরু হয়।

রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা ও রেললাইনের দুপাশ অবৈধভাবে দখল হয়ে গেছে। যেখানে অবৈধভাবে তিন শতাধিক স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন অবৈধ দখলদাররা। ওই জায়গা দখলমুক্ত করতে ও গেটম্যানদের থাকার জন্য আবাসন নির্মানের লক্ষে মঙ্গলবার অভিযান শুরু করে পশ্চিমাঞ্চল রেল বিভাগ (পাকশি)। সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে।

এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে রেল বিভাগের বিভাগীয় রেল ম্যানেজার (ডিআরএম) মো. শাহ সুফিনুর মোহাম্মদ, ডিএনই বীরবল মন্ডল, ডিসিও মো. নাছির উদ্দীন সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেন, রেলওেয়ের জায়গা অবৈধভাবে দখল করে তিন শতাধিক স্থাপনা নির্মান করে ব্যবসা করছেন দখলদাররা। এসব দখলদারদের উচ্ছেদ করে সেখানে রেলগেটের গেটম্যানদের থাকার জন্য আবাসন তৈরী করার লক্ষে এ অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন