ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
জয়পুরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রফতার

জয়পুরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রফতার

জয়পুরহাট প্রতিনিধি

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অভিযানে হাতেনাতে ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

অত্র র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক জয়পুরহাট সদর থানাধীন বম্বু ইউনিয়নের শিয়ালচড়া গ্রাম থেকে ওই গ্রামেরই বাসিন্দা মৃত সাখাওয়াত আলীর ছেলে মাদক ব্যবসায়ী মজিবুর রহমান মিস্ত্রি (৫০) কে অভিযান পরিচালনা গ্রেফতার করে।

র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে মজিবুর রহমান মিস্ত্রি জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল এবং তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন