জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা সহজীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মো. দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট)
সরকারি সেবা সাধারণ মানুষের দূরগোড়ায় সহজে পৌছে দিতে ও ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা সম্পর্কে ধারণা ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় সেবা সহজীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৩শে ডিসেম্বর সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় দরবস্ত ইউনিয়ন পরিষদ চত্বরে সেবা সহজীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়।
৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অফিস, যুব উন্নয়ন অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, প্রানীসম্পদ অফিস, মৎস্য অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, সমবায় অফিসের বিভিন্ন সেবামূলক স্টল বসানো হয়।
সেবা সহজীকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন বেলাল, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রকিব, মোদাচ্ছির আহমেদ, সামসুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মিনু রানী দে, প্রতিমা রানী, রাজিয়া সুলতানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ সহ অন্যান্যরা।
পরে ৪নং দরবস্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অবসর জনিত সদ্য বিদায়ী শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক আতাউর রহমান, এনায়েত উল্লাহ্, জিয়াউল হক, আবদুল মালিক, মিহির চন্দ্র দেব, মিজানুর রহমান, রাসিদ আলি, আবদুল হাই, মোহাম্মদ হোসাইন, দিজেন্দ্র চক্রবর্তী, মেহেরুন নেসা, ফারুক আহমেদ সহ অন্যান্যরা। পরে ২৭ জন প্রবিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।