ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
জেরাট্রিক ফাউন্ডেশনের আজীবন সদস্য হলেন স্থপতি মসিহ উদ্দিন

জেরাট্রিক ফাউন্ডেশনের আজীবন সদস্য হলেন স্থপতি মসিহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশনের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে লাইফ মেম্বার হয়েছেন স্হপতি মসিহ উদ্দিন শাকের ।উনি ৪০ বছর আগে নির্মিত জাতীয় পুরস্কার প্রাপ্ত “ সূর্য দীঘল বাড়ী “ চলচিত্রের পরিচালক।

উনি সস্ত্রীক লাইফ মেম্বার হন। জিসিএফবির সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে এতে উপস্হিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিচালক , যুগ্মসচিব ওয়াহিদুজ্জামান। অর্থমন্ত্রণালয়ের উপসচিব রাসেলুল কাদের।

জিসিএফবির সহসভাপতি মুসা কাজেম স্বপন, জিসিএফবির চার্টার মেম্বার জাওয়াদ কামাল , নজরুল ইসলাম চৌধুরী দিদার ।এতে আরো উপস্হিত ছিলেন পাভেল ও কবীর হোসেন ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন