ডার্ক মোড
Tuesday, 14 January 2025
ePaper   
Logo
জিকে শামীম করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভতি

জিকে শামীম করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভতি

নিজস্ব প্রতিনিধি

বিতর্কিত ঠিকাদার কারাবন্দি গোলাম কিবরিয়া (জি কে) শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৯ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুকের ব্যাথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে গত ১৪ এপ্রিল জি কে শামীমকে বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে সেখানকার করোনা ইউনিটে রাখা হয়েছে।’
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে তার নিকেতনের বাসা থেকে গ্রেফতার করে র‌্যব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন