জিএম কাদেরকে বহিষ্কারের ঘোষণা আমলে নেওয়ার সুযোগ নেই : ইসি
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তার দল ভেঙে গেলে বা কাউন্সিলের পর নতুন কমিটির কোনো চিঠি এলে তা আমলে নেবে ইসি।
রোববার (২৮ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
এর আগে, রোববার দুপুরে গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ জিএম কাদেরকে চেয়ারম্যানের পদ থেকে ও মজিবুল হক চুন্নুকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান পদে আসীন করার ঘোষণা দেন।
ইসির অতিরিক্ত সচিব বলেন, আমাদের কাছে যে কমিটি আছে, সেখানে চেয়ারম্যান ও মহাসচিব পদে যাকে রাখা হয়েছে, তাকেই আমরা আমলে নেব। অন্য কোনো কমিটি হলে তা কাউন্সিলের মাধ্যমে আসতে হবে। এক্ষেত্রে দুই পক্ষ থেকে দুটি কমিটি হলে তখন আমরা বিষয়টি পর্যালোচনা করব। আইনগত দিকগুলো তখন খতিয়ে দেখা হবে।
সম্প্রতি গণতন্ত্রী পার্টি এমন দ্বন্দ্বে জড়িয়ে ইসির নিবন্ধন হারানোর পথে রয়েছে। জাতীয় পার্টিরও সে অবস্থা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, পরিস্থিতি একই হলে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।