ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

জাবি প্রতিনিধি

জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টায় ভর্তি পরীক্ষা শুরু হয়, শেষ হবে বেলা চারটায়। প্রথম দিনে মোট ৫ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল (১০ নভেম্বর) ৫ শিফটের পরীক্ষার মধ্যে দিয়ে ডি ইউনিটের পরীক্ষা শেষ হবে।

প্রথম দিন অনুষ্ঠিত ডি ইউনিটের পরীক্ষায় ৩২০ টি আসনের বিপরীতে লড়াই করছেন ৬৯ হাজার ১২৯ জন অর্থাৎ এই ইউনিটে আসনে প্রতি লড়াই করছে মোট ২১৬ জন শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘দুই শিফটের পরীক্ষা শেষ হলো। এখনো পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্খিত সমস্যা সৃষ্টি হয়নি। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং উপস্থিতির হার তুলনামূলক ভালো।’

এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ ও ১০ নভেম্বর ১০ শিফটে ‘ডি’ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ১১ নভেম্বর ‘এইচ’ ইউনিটের অধীনে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ‘জি’ ইউনিটের অধীনে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৪ নভেম্বর ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, ১৫ নভেম্বর ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদ এবং ‘আই’ইউনিটের অধীনে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ১৬ নভেম্বর ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ, ‘সি-১ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ১৮ নভেম্বর ‘সি’ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ ও ২১ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে এবছরের ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।

প্রতিদিন প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯ টা থেকে পৌঁনে ১০ টা, দ্বিতীয় শিফটের সাড়ে ১০ টা থেকে সোয়া ১১ টা, তৃতীয় শিফটের দুপুর ১২টা থেকে পৌঁনে ১ টা, চতুর্থ শিফটের পৌঁনে ২ টা থেকে আড়াইটা এবং পঞ্চম শিফটের পরীক্ষা সোয়া ৩ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে।

এবার ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ২০২ জন, ‘বি’ ইউনিটে ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিটে ১০ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক অংশ নেওয়ার জন্য আবেদন ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

এছাড়া ‘ডি’ ইউনিটে ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিটে ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিটে ৮ হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিটে ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিটে ৬ হাজার ৭১০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট ১৮৮৯ আসনের বিপরীতে লড়াই করবেন ৩ লাখ ৮ হাজার ২০ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ১৬৩ জন শিক্ষার্থী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন