ডার্ক মোড
Friday, 13 September 2024
ePaper   
Logo
জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী : লেবার পার্টি

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী : লেবার পার্টি

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ইউসুফ আলী, সাধারন সম্পাদক আরিফ সরকার ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, জামায়াত-শিবির নিষিদ্ধের পরিনতি হবে ভয়াবহ। গত ২৯ জুলাই ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের যে বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থি সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আজ (বৃহস্পতিবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট একটি রাজনৈতিক প্লাটফর্ম। একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

বাংলাদেশের আইন ও সংবিংধান কাউকে এমন এখতিয়ার দেয়নি। কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে। তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না। জামায়াত একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, যা বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। প্রতিটি গণতান্ত্র্রিক আন্দোলনে জামায়াত ঐতিহাসিক ভুমিকা পালন করেছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃবৃন্দ জামায়াতের সাথে বসে অতীতে অনেক হরতাল অবরোধ সহ আন্দোলন সংগ্রামের কর্মসূচী পালন করেছে। এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থি। গনহত্যাকারী সরকার উদোর পিন্ডী বুদোর ঘাড়ে চাপিয়ে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে চায়। তাই সরকারের পদত্যাগের একদফা দাবিতে দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিক ভাবে রাজপথে নামতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন