ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
জামালপুর র‌্যবের অভিযানে হেরোইনসহ আটক ১

জামালপুর র‌্যবের অভিযানে হেরোইনসহ আটক ১

জামালপুর প্রতিনিধি

জামালপুর র‌্যাব-১৪’র অভিযাবে হেরোইনসহ দুরুল হুদা (৩৩)কে আটক করেছে । ৮ ফেব্রুয়ারি বিকেলে শেরপুরের গির্দ্দা নারায়নপুর নিউ মার্কেট মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত দুরোল হুদাকে আটক শেষে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জামালপুর র‍্যাব ১৪, সিপিসি-১,র অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার জুয়েল চাকমা পিপিএম-সেবা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আটককৃত দুরুল হুদা রাজশাহীর গোদাগাড়ি থানার মহিষলবাড়ি গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। উদ্ধারকৃত হেরোইনের বর্তমান বাজার মুল্য প্রায় দেড় লাখ টাকা।

শেরপুর জেলার সদর থানাধীন গৃদ্দানারায়নপুর এলাকা হতে ১০৪ (একশত চার) গ্রাম হেরোইন'সহ মাদক ব্যবসায়ী মোঃ দুরুল হোদা (৩৩) কে আটক করেছে র‍্যাব ১৪, সিপিসি-১, জামালপুর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন