ডার্ক মোড
Thursday, 27 March 2025
ePaper   
Logo
জামালপুরে অভিনেত্রী শাওন- মির্জা আজমের বাড়ি লুটসহ বিশ্ববিদ্যালয়ের বই-পুস্তক পুড়ে দিয়েছে

জামালপুরে অভিনেত্রী শাওন- মির্জা আজমের বাড়ি লুটসহ বিশ্ববিদ্যালয়ের বই-পুস্তক পুড়ে দিয়েছে

মো: শাহ জামাল, জামালপুর

খ্যতিমান সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়ি ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জামালপুরের নরুন্দি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে তার পিতা জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এবং মাতার বেগম তহুরা আলী সাবেক এমপি থাকতেন। একই সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বকুলতলার বাড়িতে বিধ্বস্ত ও আগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সন্ত্রাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এ ক্ষোভে ছাত্র-জনতা বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ৬ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের বইপুস্তকসহ বিভিন্ন প্রকাশনা পুড়িয়ে দিয়েছে। প্রোভিসি প্রফেসর ড. মোশাররফ হোসাইন জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে বই-পুস্তকের সংখ্যা এবং ক্ষতির পরিমান নিরুপন করা হয়নি।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মির্জা আজমের এই বাড়িসহ মাদারগঞ্জ তার পৈত্রিক নিবাসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন