ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
জাবিতে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ

জাবিতে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শনিবার দুপুর ১২টায় তাঁরা বিক্ষোভ শুরু করে মহসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাঁরা বিক্ষোভ মিছিল করছেন।

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন