ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকন আর নেই

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকন আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই। আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বুধবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন