জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আলমগীর রহমান আর নেই
নিজস্ব প্রতিনিধি
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও অবসর প্রকাশনীর স্বত্বাধিকারী আলমগীর রহমান আর নেই। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর ধানমÐি ঈদগা মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম আলমগীর রহমান এক সময় সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিকতা করতেন। পরে ১৯৮৫ সালে অবসর প্রকাশনী যাত্রা শুরু হয় তাঁর নেতৃত্বে। তাঁর প্রকাশনী থেকে হাজারো বই প্রকাশিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আলমগীর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।