ডার্ক মোড
Thursday, 06 February 2025
ePaper   
Logo
জাতীয় পর্টির কাঠালিয়ায় উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু আর নেই

জাতীয় পর্টির কাঠালিয়ায় উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু আর নেই

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু আর নেই। তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত সন্ধা ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ৩৫ ববছর ধরে কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারন সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জর দলকেই পছন্দ করতেন। সে ছিল একজন বিশিষ্ট সমাজ সেবক ও জনদরদী লোক। তার মৃত্যুতে পুরো কাঠালিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব, জেপি ঝালকাঠি জেলা সভাপতি ও জাতীয় যুব সংহতি (জেপি) কেন্দ্রিয় সভাপতি এডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারমম্যান মো. জালালুর রহমান আকন, জাতীয় পার্টির সভাপতি মো. জাকির হোসেন মজনু, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন হাওলাদার, উপজেলা উপজেলা জাতীয় পার্টির (জেপি) যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা, জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া সদর ইউনিয়ন সভাপতি মো. মজিবুর রহমান মধু, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, সাধারন সম্পাদক ও প্রবীন সাংবাদিক ফারুক হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন