ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র'র মাধ্যমে রবিবার জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

এ উপলক্ষে প্রেস ক্লাব ভবন ও প্রাঙ্গণ নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়। বিকেল থেকে বিপুল সংখ্যক সদস্য দম্পতি পদচারণায় মুখর হয়ে ওঠে ক্লাব আঙিনা।

সন্ধ্যা ৬টায় তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। তথ্য উপদেষ্টার শুভেচ্ছা বক্তব্যের পর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সমাপনী বক্তব্য পেশ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরা, কনক চাঁপা, উল্কা হোসেন, আলম আরা মিনু, শাহরিয়ার রাফাত, ইবনে রাজন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন