ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
জবি ইসলামিক স্টাডিজ ডিবেটং সোসাইটির কর্মশালার উদ্বোধন

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটং সোসাইটির কর্মশালার উদ্বোধন

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিবেটং সোসাইটির আয়োজনে দুই দিন ব্যাপী ৪র্থ বিতর্ক কর্মশালা ও আন্তঃসেশন বিতর্ক প্রতিযোগিতা - ২০২২ শুরু হয়েছে ।সোমবার (৩০ মে) সকালে কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং সোসাইটির মডারেট অধ্যাপক ড. নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পায়। আমরা চাই আমাদের শিক্ষার্থী শুধু বিভাগ নয় পুরো বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করুক এবং বিশ্বায়নের যুগে তারা নিজেদের সেই ভাবেই প্রতিষ্ঠিত করুক।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের এর সভাপতি রাফিয়া রহমান এবং সঞ্চালনায় ছিলেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদ, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তাজ্জাম্মুল হক, সহকারী অধ্যাপক তারেক বিন আতীক, ড. মোবারক হোসেন এবং মোহাম্মদ ওমর ফারুক।

প্রথম দিনের কর্মশালার প্রশিক্ষক ছিলেন নিবেদিতা রায়, সহকারী অধ্যাপক রাষ্ট্র বিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অধ্যাপক মেহ্তাহুল হাসান সহকারী অধ্যাপক আইন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মুহাম্মদ কামরুল হাসান সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মো. ইকবাল হাসান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা এবং সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন